লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলি তাবাতাবাই নিহত হয়েছেন।
আল জাজিরা সূত্রে খবর, রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত দাহিয়েহ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালায় ইসরায়েল। এতে তাবাতাবাইসহ কমপক্ষে পাঁচজন নিহত হন। তাবাতাবাই ছিলেন সংগঠনটির সশস্ত্র শাখার চিফ অব স্টাফ।
এক বিবৃতিতে হিজবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, মহান কমান্ডার তাবাতাবাই বৈরুতের দক্ষিণ উপশহরের হারেত হরেইক এলাকায় একটি বিশ্বাসঘাতকতাপূর্ণ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
তবে তিনি সংগঠনের কোন পদে ছিলেন, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
২০২৪ সালে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে তাবাতাবাই ইসরায়েলের হামলায় নিহত হওয়া হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার।
