English

30.5 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
- Advertisement -

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫

- Advertisements -

লেবাননের পূর্বাঞ্চলে সোমবার ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে আঘাত হানার কথা জানিয়েছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা উপত্যকা ও হার্মেলের আশপাশে ইসরায়েলি হামলায় প্রাথমিকভাবে পাঁচজন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বেকা উপত্যকায় তারা হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে গোষ্ঠীটির অভিজাত রাদওয়ান বাহিনী ব্যবহৃত প্রশিক্ষণ কমপাউন্ডও রয়েছে। এসব স্থানে হিজবুল্লাহর কর্মকাণ্ড ও অস্ত্র ইসরায়েল ও লেবাননের মধ্যে থাকা সমঝোতার সরাসরি লঙ্ঘন বলেও দাবি করেছে তারা।

এ ছাড়া লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি ওই এলাকায় কমপক্ষে সাতটি হামলা হয়েছে বলে জানিয়েছে।

ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে দুই মাসের যুদ্ধ ও এক বছরের বেশি সংঘর্ষ শেষ করার লক্ষ্যে নভেম্বরের সমঝোতার পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

সোমবারের হামলার আগে লেবাননের সরকার গত সপ্তাহে ঘোষণা করে, তাদের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি পরিকল্পনা কার্যকর করতে শুরু করবে। যদিও তারা পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেনি। 

আগস্টে লেবাননের সরকার সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ একসময়ের প্রভাবশালী হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রবল চাপ ও ইসরায়েলের বিস্তৃত হামলার আশঙ্কার কারণে।

বৈরুত এই নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে সমঝোতা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে অভিহিত করেছে, যার বিরোধিতা করেছে হিজবুল্লাহ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n7m9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

জয়েও খুশি নন ফাহমিদুল

ড. কামাল হোসেন হাসপাতালে

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন