English

26.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

শতবর্ষী সেই দৌড়বিদের প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

- Advertisements -

বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ ভারতের ফৌজা সিং। সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় ১১৪ বছর বয়সি এই দৌড়বিদের প্রাণহানি হয়েছে। ফৌজা সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার জীবনীকার খুশবন্ত সিং।

সামাজিক মাধ্যম এক্স-এ ফৌজা সিংয়ের মৃত্যুর খবর দিয়ে তিনি লিখেছেন, ‘আমার টারব্যান্ড টর্নেডো (ফৌজা সিং) আর নেই। (সোমবার) নিজের গ্রাম বাইয়াসে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন। চিরশান্তিতে ঘুমান আমার প্রিয় ফৌজা।’

ফৌজা সিংয়ের জন্ম সনদ না থাকলেও তার পরিবার জানিয়েছে, তিনি ১৯১১ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১০০ বছর পর্যন্ত পুরো ম্যারাথনে (৪২ কি.মি.) দৌড়াতেন তিনি। তার সর্বশেষ দৌড় ছিল ২০১৩ সালের হংকং ম্যারাথনের ১০ কিলোমিটারের একটি দৌড় প্রতিযোগিতা। যেখানে ১০১ বছর বয়সে এক ঘণ্টা ৩২ মিনিট ২৮ সেকেন্ডে ফিনিশিং লাইনে পৌঁছান।

৮৯ বছর বয়সে স্ত্রী ও এক পুত্রের মৃত্যু দেখার পর টেলিভিশনে ম্যারাথন দেখে অনুপ্রাণিত হয়ে দৌড় শুরু করেন ফৌজা। তার পর তো ধীরে ধীরে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদের স্বীকৃতি দেওয়া হলেও এখনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়নি ফৌজার নাম। কারণ ব্রিটিশ উপনিবেশিক আমলে ১৯১১ সালে জন্ম নেওয়ায় তার জন্মের কোনও প্রমাণ পত্র নেই। তার পরেও ২০০৪ সালে অ্যাথেন্সে ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকে মশালবাহক ছিলেন ফৌজা সিং। ডেভিড বেকহ্যাম ও মোহাম্মদ আলীর মতো কিংবদন্তি ক্রীড়া তারকাদের সঙ্গে বিজ্ঞাপনেও অংশ নেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5cgr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন