English

28 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
- Advertisement -

শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের

- Advertisements -

দক্ষিণ কোরিয়ার বহুল আলোচিত ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’ মামলায় দেশটির সুপ্রিম কোর্ট ব্যবসায়ী চে তায়ে-ওনকে এক ট্রিলিয়ন ওন (প্রায় ১ বিলিয়ন ডলার) পরিশোধের রায় থেকে মুক্তি দিয়েছেন। আদালত জানিয়েছে, নিম্ন আদালত সম্পদের হিসাব ভুলভাবে গণনা করেছিলেন, তাই মামলাটি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।

চে তায়ে-ওন দক্ষিণ কোরিয়ার বৃহৎ শিল্পগোষ্ঠী এসকে গ্রুপের চেয়ারম্যান। তাঁর সাবেক স্ত্রী রো সো-ইয়ং দেশটির সাবেক প্রেসিডেন্ট রো তায়ে-উ-এর কন্যা। এই বিবাহবিচ্ছেদ ২০১৫ সালে ঘটে, যখন চে স্বীকার করেন এক প্রেমিকার সঙ্গে তার সন্তান হয়েছে।

২০২৪ সালে সিউলের একটি আদালত রো সো-ইয়ংকে ১.৩৮ ট্রিলিয়ন ওন প্রদানের রায় দিয়েছিল। তবে সুপ্রিম কোর্ট বলেছেন, ওই অর্থ ঘুষ থেকে এসেছে বলে যৌথ সম্পদের অংশ হিসেবে ধরা যাবে না। চের আইনজীবী লি জে-গুন বলেন, ‘সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে দেখিয়েছেন, এই অর্থকে যৌথ সম্পদ হিসেবে ধরা ভুল ছিল—এটি একটি গুরুত্বপূর্ণ রায়।’

আদালত রো সো-ইয়ংকে ২ বিলিয়ন ওন ভরণপোষণ হিসেবে দেওয়ার রায় বহাল রেখেছেন। রায়ের পর এসকে গ্রুপের শেয়ারমূল্য ৫.৪ শতাংশ কমেছে। চে তায়ে-ওন এখনো এসকে টেলিকম, এসকে স্কয়ার ও এসকে ইনোভেশনসহ গোষ্ঠীর প্রধান সহযোগী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে রয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e4mo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন