ভারতের হামলার পর পাকিস্তানের পাল্টা হামলার সময় থেকে সোশ্যাল মিডিয়ায় জল্পনা এবং একাধিক ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে ভারতীয় পাইলটদের আটক করার দাবি করা হয়েছে। বিশেষ করে শিবাঙ্গী সিং নামে একজন ভারতীয় নারী পাইলটকে বিমান ভূপাতিত করার পর পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছে বলে গুঞ্জন ছড়ায়।
এ অবস্থায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, প্রতিবেশী দেশের বিরুদ্ধে নতুন সংঘাতের সময় পাকিস্তান কোনো ভারতীয় পাইলটকে আটক করেনি।
রোববার (১১ মে) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, পাকিস্তান কি ভারতীয় পাইলটকে আটক করেছে এবং পাইলটকে কি ফিরিয়ে দেওয়া হবে?
জবাবে আহমেদ শরীফ বলেন, আমি আপনাকে স্পষ্টভাবে নিশ্চিত করতে পারি, আমাদের হেফাজতে কোনো পাইলট নেই। এ সবই সোশ্যাল মিডিয়ার আলোচনা। এটি সমস্তই ভুয়া খবর এবং প্রচারের একাধিক উৎসের অংশ।
ভারত সরকারও সোশ্যাল মিডিয়ার দাবিগুলিকে ভুয়া বলে অভিহিত করেছে এবং জনসাধারণকে ‘ভুল তথ্যের ফাঁদে না পড়ার’ আহ্বান জানিয়েছে।
ভারত সরকার যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও দেশটির বিমান বাহিনীর ‘অভিযান এখনো চলছে বলে’ যে বিবৃতি দিয়েছে, সে সম্পর্কে আরেকটি প্রশ্নের জবাবে পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক এবং যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত। আমরা এটি একাধিকবার প্রমাণ করেছি।