সংবাদ সম্মেলনে কাঁচা মাছ চিবিয়ে খেলেন সাবেক একজন মন্ত্রী। এমন অদ্ভুত কাণ্ড ঘটেছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি মঙ্গলবার কলম্বোয় এক সংবাদ সম্মেলনে কাঁচা মাছ চিবিয়ে খান। তবে বিশেষ একটি কারণেই এমনটা করেছেন সাবেক এই মন্ত্রী।
জানা গেছে, করোনা মহামারিতে শ্রীলঙ্কায় সামুদ্রিক মাছের বিক্রি অনেকটাই কমে গেছে। মাছ খেতে রীতিমতো ভয় পাচ্ছিলেন শ্রীলঙ্কাবাসীরা। সেই আতঙ্ক দূর করতেই এমন কাণ্ড ঘটনা শ্রীলঙ্কার সাবেক মৎস্য মন্ত্রী।
কাঁচা মাছে কামড় দিয়ে তিনি বলেন, মৎস্য ব্যবসায়ীরা মাছ বিক্রি করতে পারছেন না। কারণ দেশবাসী মাছ খেতেই চাইছে না। সেই জন্য এই মাছটা সঙ্গে এনেছি। দেখুন, এটা খেলে কোনও সমস্যা নেই। প্রত্যেককে অনুরোধ জানাব সকলে যেন আগের মতোই মাছ খান। ভয়ের কোনও কারণ নেই। এর থেকে করোনা সংক্রমিত হবেন না।
মাস কয়েক আগেই দেশে নারকেলের ফলন বাড়ানোর বার্তা দিতে নারকেল গাছেই চড়ে বসেছিলেন শ্রীলঙ্কার নারকেল মন্ত্রী অরুণডিকা ফার্নান্দো। এবার আমজনতাকে মাছ খাওয়ার আরজি জানাতে কাঁচা মাছ চিবোলেন সাবেক মৎস্য মন্ত্রী।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/c2be
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
