English

28 C
Dhaka
বুধবার, আগস্ট ২০, ২০২৫
- Advertisement -

সংসদ ভবনে তরুণ এমপির আত্মহত্যা, স্তম্ভিত ফিনল্যান্ড

- Advertisements -

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির প্রধান সংসদ ভবন থেকে এক সংসদ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি সংসদ ভবনের ভেতরেই আত্মহত্যা করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, মৃত এমপির নাম ইমেলি পেলটোনেন। মাত্র ৩০ বছর বয়সী এই তরুণ রাজনীতিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য ছিলেন।

তার এই আকস্মিক মৃত্যুতে ফিনল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনীতির সব শাখা থেকেই তাকে নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপ্পুরাইনেন এক বিবৃতিতে বলেন, ‘তিনি আমাদের কমিউনিটির অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন। আমরা তাকে গভীরভাবে মিস করব। এত অল্প বয়সে একটি প্রাণের অবসান আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’

গ্রীষ্মকালীন অবকাশ চললেও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো মঙ্গলবার দিনটির বাকি সময়ের জন্য সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

এমপি ইমেলি পেলটোনেনের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করেন অরপো। তিনি বলেন, ‘পেলটোনেন সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।’

সংসদের স্পিকার জুসি হাল্লা-আহোও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ লিখেছেন, পেলটোনেন ছিলেন অত্যন্ত প্রিয় সহকর্মী, যিনি সব দলের কাছেই সম্মানিত ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টা ৬ মিনিটে পুলিশ সংসদ ভবন এদুস্কুনতাতালোতে পৌঁছায়। পুলিশ জানায়, এ ঘটনায় কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ মেলেনি।

প্রায় তিন ঘণ্টা পর সংসদের এক সংক্ষিপ্ত বিবৃতিতে পেলটোনেনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sq4n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন