English

31.1 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

‘সিটিজেন কেইন’-এর ‘রোজবাড’ স্লেজ বিক্রি ১৫ মিলিয়ন ডলারে

- Advertisements -

হলিউড ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র সিটিজেন কেইন-এ ব্যবহৃত ঐতিহাসিক প্রপ ‘রোজবাড স্লেজ’ নিলামে বিক্রি হয়েছে ১৪.৭৫ মিলিয়ন ডলারে (প্রায় ১১ মিলিয়ন পাউন্ড)। স্লেজটি চলচ্চিত্রের প্রথম দৃশ্যে ব্যবহার করা হয় এবং এটি প্লটের কেন্দ্রীয় প্রতীক হয়ে উঠেছিল।

এই কাঠের স্লেজটি কমপক্ষে তিনটি সংরক্ষিত ‘রোজবাড’-এর একটি, যা পরিচালক জো দান্তে ১৯৮৪ সালে উদ্ধার করেন। সে সময় তিনি ‘এক্সপ্লোরার্স’ চলচ্চিত্রের কাজ করছিলেন এমন একটি স্টুডিওতে, যেটি এক সময় সিটিজেন কেইন-এর প্রযোজক প্রতিষ্ঠান আরকেও রেডিও পিকচার্সের মালিকানাধীন ছিল।

দান্তে জানান, স্টুডিও পরিষ্কারের সময় এক কর্মী তাকে জিজ্ঞেস করেন, এটি তার লাগবে কি না। উত্তরে তিনি বলেন, “অবশ্যই, আমি নিতে প্রস্তুত।” পরবর্তীতে এই স্লেজকে তিনি Gremlins 2: The New Batch সহ কয়েকটি সিনেমায় ‘ইস্টার এগ’ হিসেবে ব্যবহার করেন।

হারিটেজ অকশনস-এর সহ-সভাপতি জো ম্যাডালেনা বলেন, “দ্য উইজার্ড অফ অজ-এর ডরোথির রুবি স্লিপারসের মতোই, সিটিজেন কেইন-এর রোজবাড স্লেজ হলিউড ইতিহাসের সবচেয়ে আইকনিক বস্তুগুলোর একটি।”

চলচ্চিত্রের জন্য নির্মিত অন্য আরেকটি রোজবাড স্লেজ কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গের সংগ্রহে ছিল, যা তিনি পরে লস অ্যাঞ্জেলেসের Academy Museum of Motion Pictures-এ দান করেন। তবে এবারের বিক্রি হওয়া স্লেজটি দীর্ঘদিন ধরে আড়ালে ছিল।

স্লেজটির বর্তমান ক্রেতার পরিচয় গোপন রাখা হয়েছে।

জো দান্তে বলেন, “সিটিজেন কেইন সম্ভবত চলচ্চিত্র ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা এবং ‘রোজবাড’ সেই গল্পের হৃদয়—কেইনের জীবনের রহস্যময় কাহিনির কেন্দ্রবিন্দু। একজন পরিচালক হিসেবে এর মতো প্রপ পাওয়া গর্বের বিষয়।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k6f3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন