English

25.4 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

সৌদি আরবে নতুন স্বর্ণের খনির সন্ধান

- Advertisements -

সৌদি আরবের মক্কায় নতুন স্বর্ণের খনির সন্ধান পেয়েছে সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে নতুন স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে বলে ঘোষণা দেয় সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি। নতুন খনি কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ স্বর্ণের খনির দক্ষিণে অবস্থিত।

স্বর্ণের খনির সন্ধানে ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি। এই অনুসন্ধান কার্যক্রম চলাকালে প্রথমবারের মতো স্বর্ণের মজুত আবিষ্কার করতে সক্ষম হলো তারা। সংগৃহীত নমুনা বিশ্লেষণে নতুন খনিতে উচ্চ মানসম্পন্ন স্বর্ণ থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে এক বিবৃতিতে জানায় মাইনিং কোম্পানিটি।

বর্তমানে জরিপের ফলাফলের আলোকে কোম্পানিটি ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক খননকাজ চালানোর পরিকল্পনা নিয়েছে।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট উইল্ট গত অক্টোবরে রয়টার্সকে বলেছিলেন, তারা স্বর্ণ ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zum0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন