খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন আগামী ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে সৌদি আরবে প্রথমবারের মতো বিক্রি হচ্ছে ক্রিসমাস সামগ্রী।
সৌদি আরবের মতো ইসলামি রাষ্ট্রে যেখানে মুসলিম ছাড়া অন্য দের ধর্মচর্চায় এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। তবে সাম্প্রতিক সময়ে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তিনি দেশটিতে আধুনিক ইসলাম প্রচলন করতে চাইছেন। এ পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন স্থানে এবার বড়দিন উপলক্ষে ক্রিসমাস সামগ্রী বিক্রি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সৌদি বাসিন্দা বলেন, আমি কোনোদিন কল্পনাই করিনি, সৌদিতে এটি দেখতে পাব। আমি বিস্মিত!
তিন বছর আগেও সৌদিতে খোলাবাজারে ক্রিসমাস সামগ্রী এভাবে বিক্রি অসম্ভব ব্যাপার ছিল। দেশটিতে লেবানন প্রবাসী মেরি বলেন, আমার অনেক বন্ধু লেবানন থেকে কিনে এনে এখানে ক্রিসমাস সামগ্রী বিক্রি করছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/m7hf
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন