English

28.4 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

সৌদি পার্কে পশুর ভাস্কর্য

- Advertisements -

আল নফাল পার্ক, সৌদি আরবের একটি মনোমুগ্ধকর স্থান। এটি উঁচু জায়গায় অবস্থিত, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে।

রাজধানী রিয়াদের ডিপ্লোমেটিক জোনে অবস্থিত এই পার্কে বেশ কিছু পশুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ইতালিয়ান শিল্পী ডেভিড রিভালতার সহযোগিতায় রিয়াদ আর্ট কর্তৃপক্ষ এসব ভাস্কর্য স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে সিংহ, চিতা, সিংহী ও মহিষ।

এই প্রকল্পের মূল থিম হলো ‘ভূমির প্রতিধ্বনি’। এসব নান্দনিক ভাস্কর্যের কারণে দর্শনার্থীরা পার্কে ঘুরে বেড়াতে আকর্ষণ বোধ করছে। পাশাপাশি তারা পরিবেশগত দিক ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েও চিন্তার সুযোগ পাচ্ছে। রিয়াদ সিটির রয়েল কমিশনের পাবলিক আর্ট বিভাগের পরিচালক ওমর আল বারিক মন্তব্য করেছেন, শিল্পী রিভালতার সহায়তায় যেসব ভাস্কর্য তৈরি করা হয়েছে, সেগুলো মূলত ‘সমৃদ্ধ পদ্ধতির অংশ’।

এসব ভাস্কর্য পাবলিক স্পেসের শক্তিতে পরিণত হয়েছে। এটা জনগুরুত্বপূর্ণ জায়গা সুষ্ঠুভাবে সংরক্ষণের তাগিদ দেয়। মানুষকে এসব জায়গার সঙ্গে সম্পৃক্ত হতে অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, রিভালতার শিল্পকর্ম রিয়াদে ঠাঁই দেওয়ার মাধ্যমে আমরা রিয়াদের আর্টিস্টিক ল্যান্ডস্কেপকে সমৃদ্ধ করতে চাইছি।

এককালে আরব উপদ্বীপে অজস্র চিতাবাঘ ঘুরে বেড়াত। এসব ভাস্কর্য স্থাপনের মাধ্যমে পার্ক কর্তৃপক্ষ ঐতিহ্য সংরক্ষণের তাগিদ দিচ্ছে। পাশাপাশি এই কর্মযজ্ঞের মাধ্যমে মানবীয় উন্নয়ন আর প্রাকৃতিক ইকোসিস্টেমের মধ্যে একটি ভারসাম্যময় যোগসূত্র স্থাপন করতে চাইছে।

উল্লেখ্য, ১৯৭৪ সালে জন্ম নেওয়া ডেভিড রিভালতা এরই মধ্যে বিভিন্ন প্রাণী লাইফসাইজ ভাস্কর্য নির্মাণ করে বিশ্বে সুনাম কুড়িয়েছেন। তার ভাস্কর্য সাদামাটা হলেও তাতে থাকে দৃষ্টিনন্দন টেক্সচার।

বিশ্বের বিভিন্ন নগরীতে তার ভাস্কর্যের প্রদর্শনী হয়। রিয়াদ আর্টের পাবলিক আর্ট প্রোগ্রামে তিনি এবারই প্রথম অংশ নিলেন।

২০১৯ সালে ‘রিয়াদ আর্ট’ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৫৫০টি শিল্পকর্ম সৌদি আরবের বিভিন্ন নগরীতে স্থাপন করেছে। এসব ভাস্কর্য নির্মাণে দেশি-বিদেশি পাঁচ শতাধিক শিল্পী অংশ নিয়েছেন। আর ৯৬ লাখ দেশি-বিদেশি পর্যটক এসব শিল্পকর্ম দেখেছেন।

রিয়াদ আর্টের একটি তাৎপর্যবহ উদ্যোগ হচ্ছে সম্প্রতি আয়োজিত ‘তুয়ারিখ স্কাল্পচার সিম্পোজিয়াম’। এই সিম্পোজিয়ামে লাইভ সেশনের অংশ হিসেবে ৩০টি ভাস্কর্য নির্মিত হয়। এসব ভাস্কর্য রিয়াদের বিভিন্ন পাবলিক প্লেসে স্থাপন করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kgm1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন