English

27 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
- Advertisement -

স্বামীকে খুন করে রাতভর মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন তরুণী, অতঃপর…

- Advertisements -

ঘটনাটি ভারতের। দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুন্টুরে বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান এক নারী। তারপর পরকীয়া প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করেন। শুধু তা-ই নয়, স্বামীর মরদেহের পাশে বসে রাতভর পর্নোগ্রাফি ভিডিও দেখেছেন ওই নারী।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নারীর নাম লক্ষ্মী মাধুরী। তার স্বামীর নাম লোকম শিবা নাগরাজু। তিনি পেশায় একজন পেঁয়াজ ব্যবসায়ী।

পুলিশের ভাষ্যমতে, তদন্তকারীরা জানতে পেরেছেন, এলাকারই এক যুবকের সঙ্গে লক্ষ্মীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ দিন ধরেই দু’জনের প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি নাগরাজু জানতে পারেন, এক যুবক তাদের বাড়িতে প্রায়ই আসেন। বিষয়টি জানার পর নজরদারি শুরু করেন। হাতেনাতে ধরার পরিকল্পনা করেছিলেন নাগরাজু। কিন্তু তার স্ত্রী আগেই আঁচ করতে পেরেছিলেন যে, নাগরাজু তার প্রেমের বিষয়টি টের পেয়েছেন। আর তখন থেকেই শুরু হয় নাগরাজুকে রাস্তা থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা।

পুলিশ আরও জানায়, লক্ষ্মী এবং তার প্রেমিক গোপী দু’জনে মিলে নাগরাজুকে খুন করার পরিকল্পনা করেন। ঘটনার রাতে লক্ষ্মী বিরিয়ানি বানিয়েছিলেন। নাগরাজুকে খেতে দেওয়ার আগে বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেন বলে অভিযোগ। সেই বিরিয়ানি খাওয়ার পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন নাগরাজু। রাত সাড়ে ১১টা নাগাদ লক্ষ্মীর প্রেমিক ঘরে আসেন। তারপর নাগরাজুর বুকের ওপর বসে চেপে ধরেন তিনি। অন্যদিকে, বালিশ নিয়ে নাগরাজুর মুখে ঠেসে ধরেন লক্ষ্মী। নাগরাজুর মৃত্যু নিশ্চিত হওয়ার পর লক্ষ্মীর প্রেমিক চলে যান। স্বামীর মরদেহ নিয়ে ঘরে একাই থাকেন লক্ষ্মী।

তদন্তকারীরা জানতে পেরেছেন, নাগরাজুর মরদেহের পাশে বসে রাতভর মোবাইলে পর্নোগ্রাফি দেখেন লক্ষ্মী। ভোর ৪টার দিকে প্রতিশিদের ডেকে জড়ো করেন তিনি। তাদের কাছে দাবি করেন, নাগরাজুর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে নাগরাজুর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ময়নাতদন্তে জানা গেছে, শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে রাজুর। তারপরই লক্ষ্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, তখনই খুনের কথা স্বীকার করেন লক্ষ্মী। লক্ষ্মীর বয়ানের ভিত্তিতে তার প্রেমিক গোপীকেও গ্রেফতার করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/azd2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন