চীনের আরোপিত জাতীয় নিরাপত্তা আইনে হংকংয়ের গণতন্ত্রীপন্থি মিডিয়া মোঘল জিমিলাই দোষী সাব্যস্ত হয়েছেন। রাষ্ট্রদ্রোহের অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গতকাল সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
বিভিন্ন মানবাধিকার এবং সংবাদমাধ্যম এই রায়কে ‘প্রতারণামূলক রায়’ এবং এই রায়কে স্বাধীন সংবাদমাধ্যমের ওপর আক্রমণ বলে তীব্র নিন্দা জানিয়েছে। এই ইস্যুতে যুক্তরাজ্য তার পূর্বের অবস্থান অক্ষুণ্ন রেখে মামলাটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছে এবং লাইকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেইজিং সফরের মাত্র কয়েক সপ্তাহ আগে এই রায় দেওয়া হলো।
উল্লেখ্য, ২০২০ সালের শেষের দিক থেকে লাই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। গতকাল সোমবার বিচারকরা লাইকে চীনা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে তাকে ‘মাস্টারমাইন্ড’ বলে আখ্যা দিয়েছেন।
খবরে বলা হয়, হংকংয়ের কাউলুন জেলা আদালতে হাজির জন লাই। আদালতে তাকে কাচের দেয়ালের ভেতর বসে থাকতে দেখা যায়। এ সময় লাইয়ের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া বহু সমর্থক আদালতে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
