English

33.1 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫
- Advertisement -

হিজবুল্লাহর অস্ত্রাগারে বিস্ফোরণ, লেবাননের ৬ সৈন্য নিহত

- Advertisements -

লেবাননের মেজদাল জোন ও ওয়াদি জিবকিনে একটি অস্ত্রাগারে তদারকির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির ছয়জন সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। বিস্ফোরণের সময় যে অস্ত্রাগারে এ ঘটনা ঘটেছে সেটি মূলত হিজবুল্লাহর মালিকানাধীন বলে সামরিক সূত্রে জানা গেছে।

নিহতদের মধ্যে পাঁচ নম্বর পদাতিক ব্রিগেডের চার জন এবং ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের দুই সদস্য রয়েছেন।

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি ও জাতিসংঘের রেজোলিউশন ১৭০১ অনুযায়ী, লেবাননের সেনাবাহিনী লিতানি নদীর দক্ষিণে বাজেয়াপ্ত হওয়া অস্ত্র ও গোলাবারুদ নিষ্ক্রিয় ও ধ্বংস করার কাজ করছে।

আরব নিউজ সূত্রে জানা গেছে, ঘটনার পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনী প্রধান জেনারেল রুডলফ হাইকালের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং বিস্ফোরণের বিস্তারিত অবস্থা সম্পর্কে তথ্য নেন।

প্রেসিডেন্ট দপ্তরের মিডিয়া অফিস জানিয়েছে, সেনাবাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট ইউনিটে গোলাবারুদ বিস্ফোরণের ঘটনা ঘটে যখন এর সদস্যরা এটি অপসারণ এবং ধ্বংসের কাজ করছিলেন।

এছাড়া সরকারী এক বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সৈনিকদের শহীদ হওয়ার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাদের পরিবার এবং সেনাবাহিনীর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তিনি বলেছেন, দেশ আজ তার সেরা পুরুষদের একটি দলকে হারিয়েছে, যারা লেবাননের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় তাদের পবিত্র আত্মা উৎসর্গ করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/833u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন