হোয়াইট হাউস ছাড়লেই ডোনাল্ড ট্রাম্পের স্থান হবে জেলে। মার্কিন প্রেসিডেন্টকে ‘অপরাধী, নির্দয় ও বিশ্বাসঘাতক’ অ্যাখ্যা দিয়ে একথাই বললেন তার ভাতিজি মেরি ট্রাম্প। শনিবার যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের তুমুল সমালোচনা করেন মেরি ট্রাম্প এ কথা বলেন। খবর সংবাদ প্রতিদিনের।
তিনি বলেন, ‘করোনা মহামারীর ভয়াবহতার সময় ডোনাল্ড ট্রাম্প যা করেছেন শুধু তার জন্যই ওনার জেলে যাওয়া উচিত। কারণ, তা হলেই আমেরিকা আর কোনও দিন তার থেকেও খারাপ কোনও শাসককে নির্বাচিত করবে না। আমার তো মনে হয় প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার পরেই তাকে গ্রেপ্তার করে বিচার করা উচিত। তাতে দোষী সাব্যস্ত হলেই সোজা জেলে পাঠানো উচিত।
মেরি আরও বলেন, ‘প্রেসিডেন্টের নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই ডোনাল্ড ট্রাম্পের আচরণ তার চরিত্রের পরিচয় দিয়েছে। আসলে উনি এই রকমেরই মানুষ। যে জীবনে আইনসম্মত পথে কোনওদিন জয়ী হয়নি। তাই অন্য কেউ যে সেভাবে জয়ী হতে পারেন তা বিশ্বাসই করতে পারেন না। উনি একজন অপরাধী, নির্দয় ও বিশ্বাসঘাতক।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/y9wz
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন