English

16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
- Advertisement -

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

- Advertisements -

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত এবং পাকিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে ভারতের গুজরাট প্রদেশে ১২ ঘণ্টার মধ্যে ছোট-বড় ৯টি ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ভোরে তাজিকিস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটি সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, শুধু পাকিস্তান নয়, এই ভূমিকম্পের প্রভাব তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানেও অনুভব করা গেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলাও একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর পর্যন্ত এই কম্পনগুলো অনুভূত হয়। রিখটার স্কেলে সব ভূমিকম্পই ‘মাইক্রো’ অথবা ‘মাইনর’ শ্রেণিভুক্ত ছিল। এসব ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের আবহাওয়া বিভাগ মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৯টি কম্পন রেকর্ড করেছে। বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় এবং শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে সর্বশেষ কম্পন রেকর্ড করা হয়।

সবগুলো কম্পনের উৎপত্তিস্থল ছিল উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দূরে। সাধারণত গুজরাটের কচ্ছ অঞ্চলেই এ ধরনের ভূকম্পন বেশি দেখা যায়। বিশেষজ্ঞরা রাজকোটে একের পর এক কম্পনের ঘটনাকে ‘অস্বাভাবিক’ ঘটনা হিসেবে বিবেচনা করছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/st5w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন