২০ থেকে ৩০টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র চলে যাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তার মতে, ইউরোপীয়সহ অন্যান্য দেশগুলো পারমাণবিক অস্ত্র অর্জন করলে বিশ্ব ‘জঙ্গলের আইনে’ ডুবে যাবে।
পোল্যান্ডের রেজপোসপোলিটা সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ইউরোপীয় দেশগুলোও এগিয়ে যায় এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করে, তাহলে আমরা শিগগিরই এমন একটি পৃথিবীতে নিজেদের খুঁজে পাব, যেখানে ২০ থেকে ৩০টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে।
গ্রোসি উল্লেখ করেন, অনেক এশীয় দেশ এবং উপসাগরীয় দেশের সঙ্গে সমগ্র পশ্চিম ইউরোপেরও এই ধরনের অস্ত্র তৈরির ক্ষমতা রয়েছে।
তিনি ব্যাখ্যা করেন, ‘আমরা জঙ্গলের আইনে ফিরে যাব, প্রতিটি মানুষ কেবল নিজের জন্য…। এই ক্ষেত্রে, পারমাণবিক প্রতিরোধ অকার্যকর হয়ে পড়বে এবং এই অস্ত্রগুলো শেষ পর্যন্ত ব্যবহার করা হবে।
২০২৫ সালের মার্চের গোড়ার দিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, প্যারিস ইউরোপ মহাদেশের সুরক্ষার জন্য ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার সম্ভাব্য ব্যবহার সম্পর্কে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত।
পোল্যান্ডসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ম্যাক্রোঁর প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে। ৭ মার্চ পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ফরাসি ‘পারমাণবিক ছাতা’ উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে পারমাণবিক এবং অন্যান্য অপ্রচলিত অস্ত্রের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য তাদের আকাঙ্ক্ষার কথা ঘোষণা করেছিলেন।