অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ নিতে ২৫ কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে বাসিন্দাদের।জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, জীবন বাঁচানোর জন্য পর্যাপ্ত খাবার বা ওষুধ নেই গাজাবাসীর। অনেকদিন পর গাজায় ত্রাণ ঢুকতে শুরু করেছে। তবে সেই ত্রাণ সংগ্রহ করতে মাইলের পর মাইল পাড়ি দিতে হচ্ছে অসহায় গাজাবাসীরা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পায়ে হেঁটেই যেতে হচ্ছে তাদের।
এ ছাড়া যতটুকু ত্রাণ প্রবেশ করেছে, তাও পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। প্রতিদিন অন্তত ৫০০ ট্রাক ত্রাণ প্রয়োজন বলে জানান তিন। কিন্তু প্রবেশ অল্পকিছু ট্রাক।