English

21 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
- Advertisement -

৩০০ ফুট খাদে গাড়ি পড়ে নারী নিহত

- Advertisements -

ভারতের মহারাষ্ট্রে একটি দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। গাড়ি পেছনে নিতে গিয়ে তা ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়, ফলে গাড়িটি বিধ্বস্ত হয় এবং ওই নারী মারা যান।

এনডিটিভির খবরে জানা যায়, ওই নারী, শোয়েতা দীপক সুরবাসি (২৩), গাড়ি চালানো শিখছিলেন। তার বন্ধু সুরজ সানজাও মুলি (২৫) ঘটনাটি ভিডিও করছিলেন। দুই বন্ধু আরঙ্গাবাদ থেকে সুলিভানজান পাহাড় ভ্রমণে গিয়েছিলেন।

বেলা ২টার দিকে সুরবাসি গাড়ির চালকের আসনে বসেন এবং গাড়িটি পেছনে নিতে থাকেন। গাড়িটি পর্বতের কিনার থেকে ৫০ মিটার দূরে ছিল। পেছনে নিতে নিতে দূরত্ব কমতে থাকে। ভিডিও ধারণকারী বন্ধু তাকে গাড়ির গতি কমাতে সতর্ক করেন এবং ক্লাচ ধরার জন্য চিৎকার করেন। একপর্যায়ে গাড়ি থামানোর চেষ্টা করতে তিনি দৌড়ে যান, কিন্তু ব্যর্থ হন। এই ঘটনায় শোয়েতা নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি ৩০০ ফুট নিচে পড়ে যায়। ছবিতে গাড়িটির ধ্বংসাবশেষ দেখা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tzpu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন