English

27.8 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

৩৫০ কোটি ডলারে ‘পোকেমন গো’ কিনছে সৌদি

- Advertisements -

পোকেমন গো গেম কিনতে এর নির্মাতা কোম্পানি নিয়ান্টিক-এর গেইমিং বিভাগকে সাড়ে তিনশ কোটি ডলার দেবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) বা বিনিয়োগ তহবিল। এ গেমটিতে বাস্তব জগতের মতো ঘুরে ঘুরে সংগ্রহ করা যায় এমন ভার্চুয়াল প্রাণীদের শিকার করতে হয় গেমারদের। ফোনের স্ক্রিনে এমন বাস্তব জগত অগমেন্টেড রিয়ালিটি ব্যবহার করে তৈরি করেন নির্মাতারা।

প্রায় এক দশক আগে চালু হওয়ার পরও ‘পোকেমন গো’ এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ আয়ের মোবাইল গেমগুলোর একটি, যেখানে প্রতি মাসে এর তিন কোটি গেমার রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। এ চুক্তিটি সৌদি আরবের গেইমিং শিল্পের বিকাশে তাদের সর্বশেষ পদক্ষেপ, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে শত শত কোটি ডলার ব্যয় করছে দেশটি।

সৌদি আরবের গেম কেনার তালিকায় নিয়ান্টিক-এর অন্যান্য গেমও রয়েছে। যেমন ‘মনস্টার হান্টার নাও’ ও ‘পিকমিন ব্লুম’ও। এসব গেম ‘স্কোপলি ইনকর্পোরেটেড’-এর অংশ হয়ে উঠবে, যা ২০২৩ সালে চারশ ৯০ কোটি ডলারে কিনেছিল পিআইএফ-এর সহযোগী প্রতিষ্ঠান ‘স্যাভি গেইমস গ্রুপ’।

মোবাইল গেমিংয়ের দুনিয়ার অন্যতম বড় নাম স্কোপলি, যার সবচেয়ে সফল গেইম ‘মনোপলি গো’। এ গেমটি ৫ কোটিরও বেশি বার ডাউনলোড হয়েছে এবং তিনশ কোটি ডলারেরও বেশি আয় করেছে। পোকেমন নিজেই নিনটেন্ডো, গেইম ফ্রিক ও ক্রিয়েচার্স-এর মতো গেইমিং কোম্পানির যৌথ মালিকানায় রয়েছে, যারা গেমটি তৈরির জন্য নিয়ান্টিককে ব্র্যান্ডটির লাইসেন্স দিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/su74
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন