English

26 C
Dhaka
শুক্রবার, মে ২৩, ২০২৫
- Advertisement -

৫০ নারী ধর্ষণ: ৩ হাজার ভিডিওসহ চালক গ্রেফতার

- Advertisements -

জাপানে এক ট্যাক্সিচালককে নারী যাত্রীদের মাদক খাইয়ে ধর্ষণ এবং তা গোপনে ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রায় ৫০ জন নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। তার ডিভাইস থেকে ৩ হাজারেরও বেশি ছবি ও ভিডিও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জাপানের প্রধান দৈনিক ইয়োমিউরি শিম্বুন এবং জিজি প্রেস জানিয়েছে, অভিযুক্ত চালক নিজের ট্যাক্সি বা বাসায় নারীদের যৌন নিপীড়নের সময় ধারণ করা হাজার হাজার ভিডিও সংরক্ষণ করতেন।

টোকিও পুলিশের মুখপাত্র এএফপিকে জানান, ৫৪ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি গত বছর এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। ওই নারীর বয়স তখন বিশের কোঠায় ছিল।

পুলিশ জানায়, বুধবার তাকে ‘সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন’ এবং ‘যৌনাঙ্গের ছবি-ভিডিও ধারণের শাস্তিযোগ্য অপরাধে’ গ্রেপ্তার করা হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ভুক্তভোগীদের চুলে ঘুমের ওষুধের উপাদান শনাক্ত করেছে তদন্তকারীরা। তার মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থেকে পাওয়া ভিডিওর কিছু ২০০৮ সালের পুরনো।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে এক নারীকে মাদক খাইয়ে ৪০ হাজার ইয়েন (প্রায় ২৮০ মার্কিন ডলার) ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রথম তাকে গ্রেপ্তার করা হয়। পরে মুক্তি পেলেও ডিসেম্বরে আবার যৌন নিপীড়নের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন