English

19 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ঢুকল ১৮০ অভিবাসী

- Advertisements -

বেলারুশ সীমান্তঘেঁষা একটি বনে গোপন সুড়ঙ্গ খুঁড়ে ১৮০ জনের বেশি অভিবাসী পোল্যান্ডে প্রবেশ করেছেন বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এই চাঞ্চল্যকর ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যা ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত বৃহস্পতিবার সুড়ঙ্গটির সন্ধান পাওয়ার পর প্রায় ১৩০ জন অভিবাসীকে পোল্যান্ডে আটক করা হয়েছে। তবে বাকিরা এখনো পলাতক রয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে পোলিশ বর্ডার গার্ড।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাছের শিকড় ও মাটি কেটে তৈরি করা সুড়ঙ্গটি কাঠের খুঁটি ও ধাতব রড দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। সুড়ঙ্গটির উচ্চতা প্রায় ১ দশমিক ৫ মিটার, অর্থাৎ প্রায় ৫ ফুট। ফলে বেশির ভাগ মানুষকে নিচু হয়ে এর ভেতর দিয়ে চলাচল করতে হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র পোল্যান্ড ২০২১ সাল থেকে বেলারুশ সীমান্তে অভিবাসী সংকট মোকাবিলা করে আসছে। পোল্যান্ডের অভিযোগ, মূলত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অভিবাসীদের সীমান্ত পার হতে উৎসাহিত করে দেশটির পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বেলারুশ ও তাদের মিত্র মস্কো।

তবে বেলারুশ ও রাশিয়া এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

পোলিশ বর্ডার গার্ড জানায়, চলতি বছরে পশ্চিম পোদলাস্কি অঞ্চলে এটি চতুর্থ সুড়ঙ্গের সন্ধান। এ ছাড়া অভিবাসীদের পরিবহনের অভিযোগে ৬৯ বছর বয়সী এক পোলিশ নাগরিক এবং ৪৯ বছর বয়সী এক লিথুয়ানিয়ান নাগরিককেও আটক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বনের ভেতরে সুড়ঙ্গটির গোপন প্রবেশপথটি বেলারুশ অংশে সীমান্ত প্রাচীর থেকে প্রায় ৫০ মিটার দূরে ছিল। অন্যদিকে এর বহির্গমন পথটি পোল্যান্ডের সীমান্ত প্রাচীর থেকে মাত্র ১০ মিটার দূরে পাওয়া গেছে।

কতজন মানুষ এই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করেছে, তা নিশ্চিত করতে সীমান্তরক্ষীরা ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা ব্যবহার করেছে। নিখোঁজ অভিবাসীদের খুঁজে বের করতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।

উল্লেখ্য, পোল্যান্ড ২০২২ সালে বেলারুশ সীমান্তে প্রায় ১৮০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত প্রাচীর নির্মাণের কাজ শুরু করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yuyv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন