English

28.8 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫
- Advertisement -

৫ সাংবাদিককে আটক করেছে রাশিয়া

- Advertisements -

রাশিয়ায় পুলিশসংক্রান্ত তথ্য গণমাধ্যমে ফাঁস হওয়ার তদন্তের অংশ হিসেবে একটি অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদকসহ পাঁচজন সাংবাদিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বাজা নামের রাশিয়ার জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমটির দুজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদের পর মুক্তি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে তারা।

অপরাধসংক্রান্ত সংবাদ ও অনুসন্ধানে বিশেষভাবে পরিচিত অনলাইন সংবাদমাধ্যম ‘বাজা’—যার অর্থ ‘ঘাঁটি’। টেলিগ্রামে তাদের ১৫ লাখেরও বেশি অনুসারী রয়েছে ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে নির্ভরযোগ্য সূত্র থাকার জন্য প্রতিষ্ঠানটি পরিচিত।

বাজার মস্কো অফিসে অভিযান চালিয়ে পুলিশ কাগজপত্র ও কম্পিউটার জব্দ করেছে। তারা সম্পাদক গ্লেব ত্রিফোনভের ফ্ল্যাটেও অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী আলেক্সি মিখালচিক।

বাজা আরো জানিয়েছে, ত্রিফোনভকে আইনজীবী ছাড়াই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের মুখপাত্র ইরিনা ভলক বলেছেন, ‘দায়িত্ব পালনের সময় পাওয়া তথ্য তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করেছিলেন—এমন কিছু কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

রাশিয়ার তদন্ত কমিটি টেলিগ্রামে জানিয়েছে, তারা পুলিশ কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত একটি ফৌজদারি মামলা শুরু করেছে। মস্কোসহ একাধিক অঞ্চলে অভিযান চালানো হয়েছে। তবে এগুলোর সঙ্গে বাজার তদন্তের সরাসরি সম্পর্ক রয়েছে কি না তা স্পষ্ট করেনি তদন্ত কমিটি।

বাজার নাম উল্লেখ না করে তদন্তকারীরা জানিয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা গোপন তথ্য ফাঁস করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ফাঁসকৃত তথ্য পরে একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত হয়।

ইউক্রেনে সামরিক অভিযানের মধ্যে মস্কো স্বাধীন গণমাধ্যমের ওপর এক দশকের বেশি সময় ধরে চলা দমন-পীড়ন আরো তীব্র করেছে। নতুন সেন্সরশিপ আইন পাস করে সেনাবাহিনী সম্পর্কে যেকোনো ধরনের সমালোচনাকে কার্যত নিষিদ্ধ করেছে দেশটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qep9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন