English

29 C
Dhaka
শনিবার, মে ১০, ২০২৫
- Advertisement -

গ্রিসে এক মাস বয়সী শিশুর করোনায় মৃত্যু

- Advertisements -

গ্রিসে সর্বকনিষ্ঠ শিশু হিসেবে মাত্র এক মাস বয়সী একটি শিশু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ৩৭ দিনের শিশুটি ১৭ দিন করোনার সঙ্গে লড়াই করেছিল।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস টুইটারে বলেন, ‘দুঃখজনক যে করোনা মহামারিতে আমাদের দেশের সর্বকনিষ্ঠ একজনের মৃত্যু হয়েছে।’ কিছুদিন আগেই শিশুটির দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘শিশুটিকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে জ্বরে আক্রান্ত অবস্থায় অ্যাথেন্স চিলড্রেন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দিনই তাকে ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি করা হয়। গত রবিবার (৭ মার্চ) শিশুটির মৃত্যু হয়েছে।’

এদিকে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোর ইন্টেন্সিভ কেয়ারেও চাপ বেড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি করোনার ব্রিটিশ ধরণটি গ্রিসে ছড়িয়ে পড়েছে। ফলে সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, গ্রিসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ২৮১ জন। মারা গেছেন ৬ হাজার ৭৯৭ জন। সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৭৬ হাজার ৭৮ জন। এছাড়া করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ৪০৬ জন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন