English

28.2 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫
- Advertisement -

অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের

- Advertisements -

নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেনে ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন।

রয়টার্স ও স্কাই নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, পোপ লিও রোববার দেওয়া তার প্রথম ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সমস্ত ইসরাইলি বন্দির মুক্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে একটি ‘প্রকৃত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার কথা বলেছেন।

এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান স্মরণ করে পোপ লিও তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘চলমান সহিংসতা ও যুদ্ধগুলো যেন এক খণ্ড খণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধ’।

পোপ লিও চতুর্দশ এদিনই এই প্রথমবারের মতো সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দা ‘লজিয়া’-তে ফিরে জনসমক্ষে ভাষণ দেন।

এর আগে গত বৃহস্পতিবার ১৩৩ জন কার্ডিনাল কর্তৃক নতুন পোপ নির্বাচনের পর এখান থেকেই প্রথম আবির্ভূত হন তিনি।

এদিন সাবলীল ইতালীয় ভাষায় কথা বলতে গিয়ে লিও ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বে ‘অলৌকিকভাবে শান্তি’ দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন।

‘আর যুদ্ধ নয়!’ উল্লেখ করে নবনির্বাচিত পোপ তার পূর্বসূরির ঘন ঘন আহ্বানের পুনরাবৃত্তি করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকীর কথা তুলে ধরে বলেন, আজকের বিশ্ব ‘তৃতীয় বিশ্বযুদ্ধের নাটকীয় দৃশ্যপটের মধ্য দিয়ে যাচ্ছে, যা টুকরো টুকরোভাবে সংঘটিত হচ্ছে’।

লিওর এ রকম গম্ভীর বার্তা সত্ত্বেও সেন্ট পিটার্স স্কোয়ারে ও ভ্যাটিকানের দিকে যাওয়া ভায়া ডেলা কনসিলিয়াজিওনে হাজার হাজার মানুষ শান্তির আহ্বানে করতালিতে ফেটে পড়েন।

এ সময় নতুন পোপ জানান, তিনি ‘ইউক্রেনের প্রিয় জনগণের দুঃখ’ হৃদয়ে বহন করছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিন বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার কয়েক ঘণ্টা পরে, লিও ইউরোপের নেতাদের ‘প্রকৃত, ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি’ অর্জনের জন্য আলোচনার আহ্বান জানান।

পোপ আরও বলেন, তিনি গাজা যুদ্ধ নিয়ে ‘গভীরভাবে দুঃখিত’। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং হামাসের হাতে আটক অবশিষ্ট জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি তিনি সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথা শুনে অনেক খুশি হয়েছেন এবং আশা করেন যে, আলোচনা পারমাণবিক-শক্তিধর প্রতিবেশীদের মধ্যে একটি স্থায়ী চুক্তির দিকে পরিচালিত করবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন