English

34 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
- Advertisement -

আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধের ঘোষণা মোদির

- Advertisements -

আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার মোদি বলেছেন, “এখন থেকে ভারতের পানি ভারতের স্বার্থে প্রবাহিত হবে। এটি ভারতের স্বার্থে সংরক্ষণ করা হবে এবং ভারতের অগ্রগতির জন্য ব্যবহার করা হবে।”

মোদি পানি বণ্টনের বিষয়ে পাকিস্তানের কথা বিশেষভাবে উল্লেখ করেননি। তবে তার এই মন্তব্য ভারত তার প্রতিবেশীর সাথে ৬৫ বছরের পুরনো পানিবণ্টন চুক্তি স্থগিত করার প্রায় দুই সপ্তাহ পরে এলো।

গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ এনেছে। তবে এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে ইসলামাবাদ। ওই ঘটনার জেরে সে সময় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে।

এরপর মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ৭০ সন্ত্রাসী এই হামলায় নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২৬ জন নিহত হয়েছে এবং তারা সবাই বেসামরিক নাগরিক।

ভারত থেকে বেশ কয়েকটি নদী পাকিস্তানে প্রবাহিত হয়েছে। এই নদীগুলোর বদৌলতে পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ কৃষিজমিতে পানি সরবরাহ করা হয়। ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু অববাহিকার ছয়টি নদীর পানি বণ্টন নিয়ন্ত্রণ করে নয়াদিল্লি। পাকিস্তানি নেতারা সতর্ক করে দিয়ে বলেছিলেন, পানিপ্রবাহ বন্ধ করার যেকোনও প্রচেষ্টা ‘যুদ্ধের শামিল’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন