‘আফগানিস্তান আমাদের শত্রু নয়, কেন দেশটিকে শত্রু বানানোর চেষ্টা করছেন, কেন আপনি মুসলিম ভাইদের সঙ্গে যুদ্ধ শুরু করার চেষ্টা করছেন’– পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের সরকারের উদ্দেশে এ কথা বলেছেন।
ইমরানের বোন আলিমা খান মঙ্গলবার তাঁর ভাইয়ের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
পাকিস্তান সরকার আফগান সীমান্ত নিয়ে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়ার পরপরই এমন প্রশ্ন তুললেন ইমরান। তাঁর মন্তব্যটি এমন সময় এলো, যখন দেশে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ঘটনা, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সংসদীয় কমিটির ইন-ক্যামেরা সভায় দেশের বেসামরিক ও সামরিক নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন সামরিক নেতৃত্ব। ডন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wjk7