লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে গেছে। এতে অন্তত ৭৩ জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই মারা গেছেন। জাহাজটি ইউরোপ যাচ্ছিল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক টুইট বার্তায় জানিয়েছে, লিবিয়া কর্তৃপক্ষ এরই মধ্যে সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে।
সংস্থাটি জানায়, তীব্র প্রতিকূল অবস্থার মধ্যে মাত্র সাতজন সাঁতরে তীরে আসতে পেরেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/s0ox