ইরাকের পূর্বাঞ্চলীয় শহর আল কুত-এর একটি শপিং মলে আগুন লাগার ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম আইএনএ’র বরাত দিয়ে খবর আল আরাবিয়ার।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি বার্তা সংস্থা আইএনএ-কে জানান, বুধবার রাতে একটি বড় শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে যে, রাতভর আল-কুতের একটি পাঁচতলা ভবনে আগুন জ্বলছে, যেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। রয়টার্স স্বাধীনভাবে ভিডিওগুলো যাচাই করতে পারেনি।