ইরানে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের সেই যাত্রীবাহী বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা করে দেখেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, বিমানটিতে ২৫ সেকেন্ডের ব্যবধানে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল।
ইরান জানিয়েছে, বিমানটিতে দু’টি ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতের পর পরবর্তী আঘাত না পাওয়া অবধি যাত্রীরা জীবিত ছিল।
ইরান সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের প্রধান গত জুলাই মাসেই সেই ব্ল্যাক বক্সের তথ্য ফ্রান্সের কাছে খতিয়ে দেখতে দিয়েছিল।
তেহেরানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মুহূর্তে দুর্ঘটনাবশত গত জানুয়ারিতে ওই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় একশ ৭৬ জন যাত্রী নিহতের জন্য তখনই দুঃখ প্রকাশ করেছে ইরান।
ব্ল্যাক বক্স পরীক্ষা করে দেখা গেছে, প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানার ১৯ সেকেন্ড পর পর্যন্ত পাইলটের স্বর শোনা গেছে। ওই বিমানে ইরানের যাত্রী ছাড়াও ইউক্রেন, কানাডা ও অন্যান্য দেশের নাগরিক ছিল। দেশগুলো চেয়েছিল, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক।
নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছে ইরান ও ইউক্রেনের সরকারি কর্মকর্তারা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4o2n
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন