English

29.2 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো হামাস

- Advertisements -

ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি মধ্যে ও তৃতীয় দফা বন্দিবিনিময়ে গাজায় আটক এক ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। হামাসের মুক্তি দেওয়া এই নারী সেনার নাম আগাম বার্গার।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাবালিয়া শরণার্থী শিবিরে তাকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তি দেওয়ার পর এই নারী সেনা সামরিক পোশাক পরে হামাস সেনাদের সঙ্গে হেঁটে গিয়ে মঞ্চে ওঠেন। এরপর রেড ক্রসের গাড়িতে ওঠার আগে দর্শকদের উদ্দেশে হাত নাড়েন।

আজ মোট আটজন বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। এদের মধ্যে পাঁচজন থাই নাগরিক এবং তিনজন ইসরাইলি। বিনিময়ে ১১০ ফিলিস্তিনি মুক্তি পাবে ইসরাইলি কারাগার থেকে।

এর আগে গত শনিবার (২৫ জানুয়ারি) হামাস গাজায় বন্দি চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিয়েছে। আর এর বিনিময়ে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় বহু বিদেশি শ্রমিকসহ ২৫০ জনের বেশি ইসরায়েলি নাগরিক ও সেনাসদস্য অপহৃত হন। ২০২৩ সালের নভেম্বরের প্রথম যুদ্ধবিরতির সময় হামাস ২৩ জন থাই বন্দিকে মুক্তি দেয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fid3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন