English

33.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

এক কনসার্টে ১৪০টি গান গেয়ে ভারতীয় শিক্ষার্থীর বিশ্ব রেকর্ড

- Advertisements -

টানা ৯ ঘণ্টা ১৪০টি ভাষায় গান গেয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় এক শিক্ষার্থী। দুবাইয়ে জলবায়ু সচেনতনামূলক এক কনসার্টে সম্পূর্ণ মুখস্ত ১৪০ ভাষান গান গায় সুচেতা সতিশ নামের ওই ভারতীয়। জানুয়ারিতে তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে গিনেজ কর্তৃপক্ষ।

গত বছরের ২৪ নভেম্বর কনসার্ট ফর ক্লাইমেট নামের ওই কনসার্টে অংশ নেন সুচেতা। সেই পারমরমেন্সেই জায়গা করে নেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।

সুচেতা জানান, ১৫০টি ভাষায় গান গাইতে পারেন তিনি। কিন্তু ১৪০টি ভাষা বেছে নেওয়ার কারণ হলো, দুবাইয়ে অনুষ্ঠিত এবারের কপ২৮ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিল ঠিক ১৪০টি দেশ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইট অনুযায়ী, সুচেতা সতীশ দুবাইয়ের ভারতীয় কনসুলেট মিলনায়তনে অনুষ্ঠিত কনসার্টে গানগুলো গেয়েছিলেন।

তার হাতে গিনেজ কর্তৃপক্ষের সার্টিফিকেট তুলে দেন দুবাইয়ে নিযুক্ত ভারতীয় কনসুল জেনারেল সতীশ কুমার।

গালফ নিউজকে দেওয়া সাক্ষতকারে সুচেতা বলেন, ‘আমি এই রেকর্ড করতে পেরে সম্মানিত বোধ করছি। তবে বেশি খুশি লাগছে আমার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বার্তা বিশ্বজুড়ে পৌঁছে যাচ্ছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8qpn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন