করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জিলিয়ানি। তিনি এখন হাসপাতালে ভর্তি। খবর বিবিসির।
আইনজীবীর করোনার খবর শুনে ট্রাম্প টুইটে লিখেছেন, “দ্রুত ভালো হও রুডি, আমরা আবার যাত্রা শুরু করব।”
গত অক্টোবর করোনায় আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এরপর গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কাছে বিপুল ভোটে হেরে যান ট্রাম্প। তবে নির্বাচনে পরাজয়ের পর যারা ট্রাম্পের হয়ে আইনি লড়াই চালাচ্ছিলেন এই রুডি ছিলেন তাদের একজন।
৭৬ বছর বয়সী রুডি ওয়াশিংটন মেডস্টার জর্জিটাউন ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিউইয়র্কের সাবেক এই মেয়র সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইটে বলেছেন, ‘দ্রুত সেরে উঠছি।’
রুডির ছেলে অ্যান্ড্রু হোয়াইট হাউজে কাজ করেন। গত মাসে তিনিও আক্রান্ত হন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dt34
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন