কানাডার নোভা স্কশিয়ায় শীতকালীন ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। ভারী ও ভেজা তুষারপাতের কারণে কানাডার স্থানীয় সময় সোমবার পুরো প্রদেশজুড়ে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, প্রদেশের বেশির ভাগ এলাকায় ১৫ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। উঁচু এলাকাগুলোতে বরফের পরিমাণ ৩০ সেন্টিমিটারের কাছাকাছি পৌঁছাতে পারে।
নোভা স্কশিয়া পাওয়ার জানিয়েছে, এক লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ঝড়ের সঙ্গে আসা ভারী বরফ বিদ্যুৎ সরঞ্জামের ওপর জমে গেছে এবং গাছ ও ডাল ভেঙে লাইনের ওপর পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
হ্য এলাকায় পুলিশ হাইওয়ে ১১৮-এর আউটবাউন্ড লেন, এক্সিট ১৩-এর পর থেকে বন্ধ করে দিয়েছে। সেখানে একাধিক বড় ট্রাক আটকে পড়েছে। আরসিএমপি চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কাম্বারল্যান্ড কাউন্টির হাইওয়ে ১০৪ এবং কোলচেস্টার কাউন্টির হাইওয়ে ১০২-এ একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
ঝড়ের প্রভাব পড়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। ডালহাউজি ইউনিভার্সিটি, মাউন্ট সেন্ট ভিনসেন্ট এবং সেন্ট মেরিজ ইউনিভার্সিটির ক্যাম্পাস সোমবার বন্ধ রাখা হয়েছে। সেন্ট মেরিজ ও মাউন্ট সেন্ট ভিনসেন্ট উভয়ই বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে। নোভা স্কশিয়া কমিউনিটি কলেজের বেশ কয়েকটি ক্যাম্পাসও বন্ধ রয়েছে।
নোভা স্কশিয়া পাওয়ার বলছে, মাঠে শত শত কর্মী কাজ করছেন বিদ্যুৎ পুনরুদ্ধারে। তবে রাস্তার খারাপ অবস্থা অনেক জায়গায় পৌঁছাতে তাদের কাজ কঠিন করে তুলেছে।
এদিকে কেপ ব্রেটন এবং অ্যান্টিগোনিশ ও গাইসবরো কাউন্টির প্রাদেশিক সরকারি দফতরগুলো সোমবার বেলা ১১টার আগে খুলছে না। ঝড়ের প্রভাব কাটতে সময় লাগতে পারে বলে সতর্ক করছে কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যম বিশেষ বুলেটিনে সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানিয়েছে।
