শুরুতেই ধাক্কা, যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত হলো উত্তর কোরিয়ার রণতরী।আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ একথা জানায়।
গতকাল বুধবার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী চংজিনে ৫ হাজার টনের একটি নতুন ডেস্ট্রয়ার উদ্বোধনী অনুষ্ঠানে ‘একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে।’ এ সময় ‘অনভিজ্ঞ কমান্ড এবং অপারেশনাল অসাবধানতাকে’ দায়ী করেন কিম।
কেসিএনএ বলেছে, ‘একটি দুর্ঘটনা ঘটেছে যার ফলে যুদ্ধজাহাজের নীচের কিছু অংশ ভেঙে পড়েছে।’ দুর্ঘটনাটি ‘যুদ্ধজাহাজের ভারসাম্য নষ্ট করেছে।
এই রণতরীর দুর্ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের সামনে। কিমের মতে, ‘নিতান্তই অসতর্কতার কারণে এই ক্ষতি এবং তা অপরাধ হিসেবে হিসেবেই গণ্য হবে।’
কিম পুরো ঘটনাটি ‘সম্পূর্ণ অসাবধানতার কারণে সৃষ্ট অপরাধমূলক কাজ’ বলে ঘোষণা করেছেন এবং তিনি সতর্ক করেছেন যে ‘এটি সহ্য করা হবে না’। তিনি বলেন, ‘দায়ী কর্মকর্তাদের ‘দায়িত্বজ্ঞানহীন ভুল’ পরবর্তী মাসে ডাকা পার্টি কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় মোকাবিলা করা হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রণতরীটির তলার কিছু অংশ খুলে গেছে। জুনের শেষে ওয়ার্কারস পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকের আগে এটি মেরামত করতে নির্দেশ দিয়েছেন কিম।
গত মাসে পিয়ংইয়ং ৫,০০০ টনের আরেকটি ডেস্ট্রয়ার-ক্লাস জাহাজ উদ্বোধন করে যার নাম চো হিওন। সেই সময় রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম তার মেয়ে জু এই-এর সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি প্রকাশিত হয়। অনেক বিশেষজ্ঞ জু এই কিমের সম্ভাব্য উত্তরসূরি বলে মনে করেন।
উত্তর কোরিয়া দাবি করেছে যে জাহাজটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি ‘আগামী বছরের শুরুতে’ কাজ শুরু করবে।