বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর হিসেবে গিনেস রেকর্ডে নাম লেখাল মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেট ডেন প্রজাতির কুকুর ‘মিনি’।
দেশটির কানেকটিকাট রাজ্যে বসবাসকারী কেন ও লিসা দম্পতির পোষা কুকুরটির উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি।
মাত্র দুই মাস বয়সে তাকে লালন-পালনের দায়িত্ব নেন কেন ও লিসা। প্রথম জন্মদিনে কুকুরটির ওজন দাঁড়ায় ১৬ কেজি।
মিনির বয়স যখন প্রায় আড়াই বছর, তখন ওই দম্পতির মেয়ে গিনেজ রেকর্ডে অংশগ্রহণের পরামর্শ দেয়। সাড়ে তিন বছর বয়সে মিনির উচ্চতা মাপার পর আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরে স্বীকৃতি পায়।
