English

27 C
Dhaka
রবিবার, মে ১৯, ২০২৪
- Advertisement -

গুলিতে মরল মানুষখেকো সেই বাঘ, লোম ছিঁড়ে গ্রামবাসীর উল্লাস

- Advertisements -
Advertisements
Advertisements

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ভারতের বিহার রাজ্যের চম্পারণ জেলার বাসিন্দাদের মধ্যে। কারণ, গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে সেই মানুষখেকো বাঘটি। এলাকার ত্রাস হয়ে ওঠা বাঘটি কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে। বাঘটি মারা যাওয়ার পর গ্রামবাসীরা বাঘের লোম ছিঁড়ে উল্লাস করেছে।

এর আগে বাঘটিকে দেখামাত্র গুলি করে মারার নির্দেশ জারি করেছিল প্রশাসন।
শনিবার বিকেলের দিকে বাঘটিকে ঘায়েল করতে সক্ষম হয়েছেন বনকর্মীরা। গ্রামবাসীরা আখের ক্ষেতে বাঘের উপস্থিতি টের পেয়ে বনদপ্তরে খবর পাঠায়। এরপর গুলি করে বাঘটিকে হত্যা করা হয়। নিথর দেহ থেকে লোম, গোঁফ ছিঁড়ে উল্লাসে ফেটে পড়ে গ্রামবাসীরা।
মারা যাওয়া বাঘটির বয়স সাড়ে তিন বছর। বিহারের চম্পারণ জেলার বাল্মীকি ব্যাঘ্র অভয়ারণ্যের পার্শ্ববর্তী অঞ্চলে কয়েকদিন ধরে উপদ্রব চলছিল তার। গত তিন দিনে নয়জনের প্রাণ নিয়েছে সে। এদের মধ্যে এক শিশুও রয়েছে।

বাঘের আতঙ্কে থাকা স্থানীয় বাসিন্দারা দল বেঁধে গ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভও করেছেন। বেশ কিছু সরকারি ও বেসরকারি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে সেখানে। বাঘটিকে ধরা বা মেরে ফেলার দাবি তুলেছিলেন তারা। এরপর কোনো উপায় না দেখে বাঘটিকে দেখামাত্র কর্মীদের গুলির নির্দেশ দেন প্রধান বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক প্রভাতকুমার গুপ্ত।

বাঘটি মারতে প্রায় ৫০০ জনের একটি দল মাঠে নেমেছিল। বাঘের গতিবিধি লক্ষ করতে আকাশে ওড়ানো হয়েছিল ড্রোনও। ২০ দিনে একাধিকবার বাঘটি বন দপ্তরের পাতা ফাঁদ এড়িয়ে যায়।

পশ্চিম চম্পারণ জেলার ৯০০ বর্গ কিলোমিটারের বাল্মীকি জাতীয় উদ্যানে ৪০টি বাঘ ছিল। এ বাঘের মৃত্যুতে সে সংখ্যা দাড়াল ৩৯।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন