English

16 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

চীন সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

- Advertisements -

আঞ্চলিক স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যের প্রসারসহ কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চীন সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোমবার (১২ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিং এ কথা জানান।

তিনি বলেন, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত তিনদিনের সফরে বেইজিং আসবেন। মুখপাত্র আরও বলেন, আট বছরের মধ্যে কানাডার প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর করছেন। এতে সফরটি যথেষ্ট গুরুত্বপূর্ণ।

মাও বলেন, চীন-কানাডা সম্পর্ক আরও উন্নত ও উন্নয়নের জন্য নতুন কৌশলগত দিকনির্দেশনা প্রদানের জন্য চীনের রাষ্ট্রপতি শি জিনপিং কানাডার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। এতে লি কিয়াং এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে ব্যাপক ও গভীর মতবিনিময় পরিচালনার জন্য পৃথক আলোচনা ও সাক্ষাৎ করবেন।

চীন এই সফরকে সংলাপ ও যোগাযোগ বৃদ্ধি, রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি, বাস্তব সহযোগিতা সম্প্রসারণ, পার্থক্য সঠিকভাবে পরিচালনা, একে অপরের উদ্বেগ মোকাবেলা এবং চীন-কানাডা সম্পর্কের উন্নতির গতিকে একীভূত করার সুযোগ হিসেবে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

উল্লেখ্য, ১৯৭০ সালে কানাডা এবং চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের শুরু হয়। গত বছর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছল ৬৭ বিলিয়ন ডলার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7sq6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন