English

24 C
Dhaka
মঙ্গলবার, মে ৭, ২০২৪
- Advertisement -

জম্মু-কাশ্মীরের প্রথম নারী ফাইটার পাইলট হলেন মাওয়া সুদান

- Advertisements -

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার প্রথম কোনো নারী ফাইটার পাইলট হলেন মাওয়া সুদান। ভারতের বিমানবাহিনীর পাইলট হয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Advertisements

জানা গেছে, রাজৌরি জেলার নওশেরা এলাকার তেহসিল সীমান্তের লাম্বেরি গ্রামে বাড়ি মাওয়া সুদানের। ভারতের বিমানবাহিনীর ফ্লাইং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

ভারতের বিমানবাহিনীর ১২তম নারী পাইলট এবং রাজৌরি থেকে প্রথম ফাইটার পাইলট হিসেবে তিনি নিয়োগ পেলেন।

মেয়ের সফলতায় ব্যাপক খুশি বিনোদ সুদান। তিনি বলেন, আমি গর্বিত। এখন সে শুধু আর আমাদের মেয়ে নয়, সে এখন দেশের মেয়ে। গতকাল থেকে আমরা শুধু অভিনন্দন বার্তা পাচ্ছি।

Advertisements

মাওয়া সুদানের বোন মানিয়াতা সুদান জানায়, স্কুলে পড়া অবস্থা থেকে মাওয়া চাইত ফাইটার পাইলট হতে। বড় বোনের জন্য আমি কতটা গর্বিত, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এটা তার শিশুবেলা থেকে স্বপ্ন ছিল। আমি নিশ্চিত যে শিগগিরই তার খ্যাতি ছড়িয়ে পড়বে।

মাওয়ার মা সুষমা সুদান বলেন, অনেক কঠোর পরিশ্রম করে মেয়ে আমার সফলতা পেয়েছে। এতে আমি ভীষণ আনন্দিত। সে আমাদের গর্বিত করে তুলেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন