এশিয়া সফরের দ্বিতীয় ধাপে এবার জাপানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জাপান পৌঁছালে দেশটির সম্রাট নারুহিতো তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাসভবনে পৌঁছালে সম্রাট হাসিমুখে ট্রাম্পকে স্বাগত জানান। দুজন হাত মেলান ও সৌজন্য বিনিময় করেন।
ভিডিওতে দেখা যায়, সৌজন্য বিনিময়ের পরে তারা ক্যামেরার সামনে হাসিমুখে ছবি তোলেন। এরপর তারা একসঙ্গে ভেতরে প্রবেশ করেন।
জাপানে ট্রাম্প তিনদিন অবস্থান করবেন। তিনি জাপানের নতুন ও প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করবেন। তাকাইচির জন্য এটি একটি কূটনৈতিক পরীক্ষা। তিনি মাত্র এক সপ্তাহ আগে দায়িত্ব নিয়েছেন। তার জোট সরকারও তুলনামূলকভাবে দুর্বল ভিত্তিতে দাঁড়িয়ে আছে।
নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে জাপানের গুরুত্বপূর্ণ সঙ্গী মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের চলতি সফরে এ সম্পর্ক আরও গভীর হবে বলো ধারণা করা হচ্ছে।
এশিয়া সফরে ট্রাম্পের মূল লক্ষ্য বাণিজ্য। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে আন্তর্জাতিক অর্থনীতিকে নতুনভাবে সাজাতে চান। এর আগে রবিবার ট্রাম্প মালয়েশিয়ায় ছিলেন। সেখানে তিনি আসিয়ান আঞ্চলিক সম্মেলনে অংশ নেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে। দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ও শি জিনপিং আসন্ন বৈঠকে এই চুক্তি চূড়ান্ত করতে একমত হয়েছেন।
