English

28.5 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

তরুণীর লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার

- Advertisements -

নিউজিল্যান্ডে এক তরুণীর লাগেজ থেকে দুই বছরের একটি মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ওই নারী বাসে ভ্রমণ করছিলেন। পুলিশ জানিয়েছে, রোববার দেশটির উত্তরাঞ্চলের একটি ছোট শহর কাইওয়াকার একটি বাস স্টপে এই ঘটনা ঘটেছে। এরপরেই ঘটনাস্থলে পুলিশকে ডাকা হয়।

নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লাগেজটি নড়তে দেখে ড্রাইভার উদ্বিগ্ন হয়ে পড়েন। ড্রাইভার যখন লাগেজটি খোলেন তখন দুই বছরের একটি শিশুকে দেখতে পান।

২৭ বছর বয়সী ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিশুর সঙ্গে দুর্ব্যবহার/অবহেলার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির গায়ের তাপমাত্রা অনেক বেশি ছিল। তবে তার শরীরে কোনো ধরনের জখমের চিহ্ন দেখা যায়নি।

শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। যে নারীর লাগেজ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কী সম্পর্ক সে বিষয়ে কিছু জানানো হয়নি। কী কারণে শিশুটিকে লাগেজে বহন করা হয়েছে সে বিষয়েও কিছু বলা হয়নি।

ওই নারীকে সোমবার নর্থ শোর জেলা আদালতে হাজির করার কথা রয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা বাস চালককে ধন্যবাদ জানাতে চাই, যিনি কিছু একটা ঠিকঠাক ছিল না লক্ষ্য করে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। তিনি খেয়াল না করলে আরও খারাপ পরিণতি হতে পারতো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k22c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন