English

25 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
- Advertisement -

দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল

- Advertisements -

নয়াদিল্লিতে ১০ নভেম্বরের বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করেছে ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। তারা হলেন- মুফাজ্জর আহমদ, আদিল আহমদ রাঠার, মুজামিল শাকিল ও শাহিন সাঈদ।

এনএমসি এক নোটিশে জানায়, চিকিৎসকদের ভারতীয় মেডিকেল রেজিস্টার (আইএমআর) এবং ন্যাশনাল মেডিকেল রেজিস্টার (এনএমআর) থেকে নাম তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হয়েছে। তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, এসব চিকিৎসক এখন থেকে ভারতের কোথাও চিকিৎসা সেবা দিতে পারবেন না বা কোনও চিকিৎসা-সংক্রান্ত পদে থাকতে পারবেন না।

চারজনের মধ্যে- মুফাজ্জর আহমদ, আদিল আহমদ রাঠার ও মুজামিল শাকিলের রেজিস্ট্রেশন প্রথমে জম্মু ও কাশ্মীর মেডিকেল কাউন্সিল বাতিল করে। উত্তরপ্রদেশ মেডিকেল কাউন্সিল আলাদাভাবে শাহিন সাঈদ-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এনএমসির এই জাতীয় পর্যায়ের আদেশের ফলে সারাদেশে তাদের রেজিস্ট্রেশন বাতিল বলবৎ থাকবে। সব রাজ্যের মেডিকেল কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের রেকর্ড আপডেট করতে এবং নিশ্চিত করতে যেন চার চিকিৎসকের কেউই কোনও অবস্থাতেই চিকিৎসা চালিয়ে যেতে না পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cs3x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন