English

22 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
- Advertisement -

দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

- Advertisements -

দুবাইয়ে গড়ে উঠছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট প্রকল্পের অংশ হিসেবে এই উচ্চাভিলাষী উদ্যোগের ঘোষণা দিয়েছে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ইথরা দুবাই।গতকাল মঙ্গলবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন বাণিজ্যিক হাবের উদ্বোধন করা হয়।

ইথরা দুবাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গোল্ড স্ট্রিটটি মূলত স্বর্ণের বিভিন্ন উপাদানে নির্মিত হবে এবং এটি পুরো ডিস্ট্রিক্টের প্রধান আকর্ষণ হিসেবে কাজ করবে। তবে এর নির্মাণশৈলী ও নকশা সম্পর্কে বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম আল-শাইবানি এবং দুবাই চেম্বার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাশেদ লুতাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন এই বিশেষায়িত জোনে স্বর্ণ ও অলঙ্কার খুচরা বিক্রয়, পাইকারি বাণিজ্য, বুলিয়ন সার্ভিস এবং বিনিয়োগ সংশ্লিষ্ট সব ব্যবসাকে একই ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। এখানে ইতোমধ্যে জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিষ্কের মতো খ্যাতনামা ব্র্যান্ডগুলো কার্যক্রম শুরু করেছে।

এছাড়া আন্তর্জাতিক জুয়েলারি চেইন জয়আলুকাস এখানে তাদের মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর খোলার পরিকল্পনা করছে।

পর্যটন ও বাণিজ্যের কথা মাথায় রেখে এই ডিস্ট্রিক্টে ছয়টি হোটেলে মোট এক হাজারেরও বেশি কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। ২০২৫ সাল থেকেই এখানে দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে পর্যটকবাহী বাসের রুট চালু করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় ১৪৭টি দেশের মানুষ এই এলাকাটি পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ বাণিজ্য কেন্দ্র। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি ভারত, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী ইশাম গালাদারি জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো স্বর্ণ ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং ক্রেতাদের জন্য একটি একক ন যুগের জন্য এটিকে পুনর্কল্পনাও করি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5scp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন