English

30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

ধর্ষণ মামলায় কংগ্রেসের এমপি গ্রেফতার

- Advertisements -

ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরের কংগ্রেসের সংসদ সদস্য রাকেশ রাঠোরকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এলাহাবাদ হাইকোর্টের লাখনৌ বেঞ্চ রাঠোরের আগাম জামিনের আবেদন খারিজ করার একদিন পর এই ঘটনা ঘটল।

পরে, সংবাদ সংস্থা এএনআই-এর সাথে আলাপকালে রাঠোর বলেন, ‘হাইকোর্ট আমাকে নিম্ন আদালতে হাজির হয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করার জন্য ২ সপ্তাহের সময় দিয়েছে। তাই, আমি এই বিষয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করছি। আমি আত্মবিশ্বাসী যে আমি জনগণের আদালত এবং আইন আদালতে ন্যায়বিচার পাব। ’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আদালতের বিচারাধীন, তাই এ বিষয়ে কথা বলা ঠিক হবে না। ’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাখনৌ বেঞ্চ রাঠোরকে নিয়মিত জামিনের জন্য ট্রায়াল কোর্টে আত্মসমর্পণের জন্য দুই সপ্তাহের সময় মঞ্জুর করেছিল।

গত ১৭ জানুয়ারি এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক নারী। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত চার বছর ধরে তাকে যৌন নির্যাতন করে আসছেন রাঠোর।  ভুক্তভোগী ওই নারী উত্তর প্রদেশ পুলিশকে ফোনের বিস্তারিত তথ্য এবং কল রেকর্ডিং দেন।

এরপর ২২ জানুয়ারি ওই নারীর স্বামী পাঁচজনের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন।  এতে বলা হয়, রাঠোর এবং তার ছেলে মামলাটি মিটিয়ে দেওয়ার জন্য পরিবারকে চাপ দিচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xisc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন