English

26 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
- Advertisement -

নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস: বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার

- Advertisements -

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের মাউন্ট মঈঙ্গানুইয়ের একটি পার্কে ভয়াবহ ভূমিধসে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে একাধিক শিশুও আছে বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এই ভূমিধস ঘটে। ভূমিধসের ফলে গাড়ি, তাঁবু, সুইমিং পুল ও শৌচালয়সহ নানা অবকাঠামো ধ্বংস হয়ে যায়। একইসঙ্গে ওই পার্কটি অচল হয়ে পড়ে। এই ঘটনার পর দ্রুতই উদ্ধার ও সন্ধানকার্য শুরু হয়।

জরুরি পরিষেবা, পুলিশ, অগ্নিনির্বাপক ও অন্যান্য উদ্ধারকর্মীরা মাটির ধ্বংসস্তুপের নিচে কাউকে পেতে পারেন কিনা তা দেখতে শুনার কুকুর ও বিশেষ দল দিয়ে খুঁজছে, তবে ঝুঁকিপূর্ণ পরিবেশ এবং ভূমিকম্প-সদৃশ মাটির নড়াচড়ার কারণে কাজটি কঠিন হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা মাটির ধ্বংসস্তুপে দাঁড়িয়ে থাকা দৃশ্য, গাড়ি উল্টে পড়া ও কোনও পূর্বাভাস ছাড়াই মানুষের দৌঁড়াতে বাধ্য হওয়াসহ ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন। একজন বাসিন্দা জানান, তিনি মারাত্মক শব্দ শুনে ফিরে তাকালে পাহাড়ের ঢাল নিচে নেমে আসছে দেখেন।

এ ঘটনার প্রেক্ষিতে উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। বিষয়টি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও স্থানীয় কর্মকর্তা পরিস্থিতি মনিটর করছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্বরিত সহায়তা প্রদানে প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়াও পাপামোয়া এলাকায় আরেকটি ভূমিধসে দুই ব্যক্তি নিখোঁজ এবং অকল্যান্ডের উত্তর দিকে এক ব্যক্তি প্রবল বৃষ্টির পানিতে গাড়িসহ তলিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনা আবহাওয়া ও ভূমিধসের পরিস্থিতির পরও উদ্বেগ তৈরি করেছে।

উদ্ধারকর্মীরা পরিস্থিতি মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছেন এবং জনসাধারণকে ঘটনাস্থলে না আসার অনুরোধ জানিয়েছে যাতে উদ্ধারকাজে কোনও বিভ্রান্তি না হয়। গাড়ি, তাঁবু ও অবকাঠামোর ভাঙচুড়ার কারণে বহু পরিবার এখন আতঙ্ক ও উদ্বেগে আছে এবং তারা নিখোঁজ পরিবারের খবরের অপেক্ষায় রয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dvcj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন