নির্বাচনে পরাজয় স্বীকার না করে ট্রাম্প আমেরিকাকে ভয়ঙ্কর বার্তা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
সেই সঙ্গে ট্রাম্পের এই মনোভাবের জন্য তিনি নিন্দা প্রকাশ করেন।
বাইডেন বলেন, “পরাজয় মেনে না নিয়ে দেশের জন্য একটি ভয়ঙ্কর বার্তা দিচ্ছেন ট্রাম্প।” খবর বিবিসির।
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, নির্বাচনে ট্রাম্প জিতছেন না এমনটাই আত্মবিশ্বাস ছিল তার। একইসঙ্গে, এখন ট্রাম্প অবিশ্বাস্যভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন বলেও তিনি মনে করেন।
ছাড় দেওয়ার প্রতি ট্রাম্পের ঘাটতি আছে বলে মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, “কীভাবে গণতন্ত্র পরিচালিত করতে হবে তা নিয়ে বিশ্বের প্রতি ক্ষতিকারক বার্তা দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যার ফলে তিনি আমেরিকার ইতিহাসের অন্যতম দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্ট হিসেবে তাকে স্মরণ করা হবে।”
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uwd4
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন