নেপালের রাজধানী কাঠমাণ্ডুর নিউ বানেশ্বরে সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬-এ দাঁড়িয়েছে। হাজার হাজার তরুণ রাস্তায় নেমে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশজুড়ে বিস্তৃত দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে বিক্ষোভ করে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এ নিহতের ঘটনা ঘটে।
ন্যাশনাল ট্রমা সেন্টারের এক চিকিৎসক বলেন, বিক্ষোভে আহত চারজন সেখানে মারা গেছেন। আরো অন্তত ১০ জন গুরুতর আহত বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মাথা ও বুকে গুলি লেগেছে।
প্রচুরসংখ্যক আহতকে সিভিল হাসপাতাল, এভারেস্ট হাসপাতাল ও ট্রমা সেন্টারসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
জেনারেশন-জেড তরুণদের নেতৃত্বে এই আন্দোলনে মূল দাবি ছিল দুর্নীতির অবসান এবং সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। সহিংস ঘটনার পর কাঠমাণ্ডু জেলা প্রশাসন রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে।