English

30.9 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

পররাষ্ট্র দপ্তরের ১৩৫০ কর্মকর্তাকে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

- Advertisements -

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তর থেকে একযোগে ১ হাজার ৩৫০ জন কর্মকর্তাকে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এই ব্যাপক ছাঁটাই কার্যক্রমে সিভিল সার্ভিস ও ফরেন সার্ভিস— দুই ধরনের কর্মকর্তাই অন্তর্ভুক্ত রয়েছেন। খবর রয়টার্সের।

পররাষ্ট্র দপ্তরের জারি করা এক নোটিশে জানানো হয়, মোট ১,৩৫০ জনকে ছাঁটাই করা হচ্ছে, যার মধ্যে ১,১০৭ জন সিভিল সার্ভিস এবং ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার। পাশাপাশি আরও প্রায় ১,৬০০ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলেও উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে এই পুনর্গঠন পরিকল্পনার অনুমোদন দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানান, কাজের ধরন ও কূটনৈতিক অগ্রাধিকারের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে সরকারি অর্থের কতটা সাশ্রয় হবে, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট হিসাব দিতে পারেনি প্রশাসন।

পররাষ্ট্র দপ্তরের দাবি, যেসব কর্মকর্তা দপ্তরের বর্তমান কূটনৈতিক লক্ষ্য ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন, মূলত তাদেরই ছাঁটাই করা হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি এমনভাবে সম্পন্ন করা হয়েছে, যাতে কর্মীদের মর্যাদা রক্ষা পায়।

অভ্যন্তরীণভাবে এই সিদ্ধান্তে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে ফরেন সার্ভিস কর্মকর্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বহু বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/81wh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন