English

26.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

পাকিস্তানে প্লাস্টিকের বোতল দিলেই মিলবে হাজারো রুপি

- Advertisements -

টেকসই পরিবেশের জন্য একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের পাঞ্জাব সরকার। তারা বৃহত্তর মিশন জিরো প্লাস্টিক প্রচারণার আওতায় আনুষ্ঠানিকভাবে একটি বোতল সংগ্রহ প্রকল্প চালু করেছে। প্রদেশ জুড়ে নাগরিকরা এখন নির্ধারিত পুনর্ব্যবহারযোগ্য স্থানে প্লাস্টিকের বোতল সংগ্রহ এবং জমা দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন।

এই উদ্যোগটি বৃহত্তর গ্রিন ক্রেডিট প্রোগ্রামের অংশ, যা প্লাস্টিক পুনর্ব্যবহার, বৃক্ষরোপণ এবং বৈদ্যুতিক বাইক ব্যবহারের মতো পরিবেশ-বান্ধব কার্যকলাপগুলিকে পুরস্কৃত করে। ব্যক্তিরা গ্রিন ক্রেডিট আওয়ার অর্জন করেন, যা নগদে রূপান্তরিত করা যেতে পারে — প্রতি ক্রেডিট আওয়ারে ১০,০০০ রুপি — অফিসিয়াল গ্রিন পোর্টালের মাধ্যমে।

পরিবেশমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এই প্রচারণার উদ্বোধন করেন, যিনি প্রতীকী সূচনা হিসেবে একটি পুনর্ব্যবহারযোগ্য ইউনিটে একটি প্লাস্টিকের বোতল জমা করেছিলেন। এটি নতুন চালু হওয়া সুথ্রা পাঞ্জাব অ্যাপের সাথেও যুক্ত, যা ব্যবহারকারীদের প্লাস্টিকের বোতল জমা লগ করতে এবং রিয়েল-টাইমে তাদের পরিবেশগত ক্রেডিট ট্র্যাক করার সুযোগ দেয়।

লাহোরে প্রতিদিন প্রায় ৫০০ টন প্লাস্টিক বোতলের বর্জ্য উৎপন্ন হয়। এই মেশিনগুলোর মাধ্যমে সেসব বোতল পুনর্ব্যবহার করে সড়কের ফুটপাত, ইট ও প্যাচওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, একটি মেশিনে যদি কেউ ২০টি দেড় লিটারের বোতল ও ৪০টি আধা লিটারের বোতল দেয়, তবে তার বিনিময়ে এক হাজার পর্যন্ত নগদ রুপি পাওয়া যাবে।

এই উদ্যোগে শুধু সাধারণ মানুষ নয়, লাহোরের ১৮ হাজার স্ক্র্যাপইয়ার্ড বা জঞ্জাল সংগ্রহকারীও উপকৃত হবে। তারা চাইলে মোবাইল অ্যাপ ব্যবহার করে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং সংস্থাটি তাদের কাছ থেকে সরাসরি বোতল সংগ্রহ করবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/67ib
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন