English

27 C
Dhaka
শুক্রবার, মে ৩, ২০২৪
- Advertisement -

পুতিনের আচরণকে নিকৃষ্ট বলল পেন্টাগন

- Advertisements -

ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন, তার নিন্দা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বলে অভিহিত করেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

Advertisements

পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেছেন, (ইউক্রেনে) নিরপরাধ মানুষদের মাথার পেছন দিক থেকে গুলি করা হয়েছে। তাদের পিঠমোড়া করে হাত বাঁধা হয়েছে।

তিনি আরো বলেন, রাশিয়ার এ ধরনের আচরণ একেবারে ঠাণ্ডা মাথায় নিকৃষ্ট ধরণের বর্বরতা। আমরা রুশ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য শুনে থাকি এবং সম্প্রতি দেশটির মন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমাণবিক সংঘর্ষের যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, এগুলো দায়িত্বজ্ঞানহীন।

Advertisements

সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এই ঝুঁকি এখন যথেষ্ট। বিপদ গুরুতর ও বাস্তব। এর অবমূল্যায়ন করা আমাদের উচিত হবে না।

রাশিয়ার তরফ থেকে পরমাণু যুদ্ধের হুমকির বিষয়টি উল্লেখ করে জন কিরবি বলেছেন, একটি আধুনিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে এমনটা আশা করা যায় না।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন